ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরতলির ব্র্যাক লার্নিং সেন্টারে ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার।
কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. আজিজুল বারী।
উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতি প্রসন্ন দত্ত, উপ মহাব্যবস্থাপক মো. মেহেদি হাসানসহ ফরিদপুর বিভাগের পাঁচ জেলার শাখা ব্যবস্থাপকেরা।
এ সময় প্রধান অতিথি শিরীন আখতার বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ফরিদপুর বিভাগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা সব ক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে।’