হোম > ছাপা সংস্করণ

ঠিকাদারের কাছে চাঁদা দাবি, থানায় মামলা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধায় যমুনা নদী শাসন প্রকল্প ঠিকাদারের কাছে চাঁদা দাবি করায় সাঘাটা থানায় একটি মামলা হয়েছে। প্রকল্প প্রতিষ্ঠানের পক্ষে ২৩ জনকে আসামি করে এ মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাঘাটা উপজেলার ২৪টি পয়েন্টে স্থায়ীভাবে যমুনা নদী শাসন প্রকল্পের কাজ শুরু হয়।

প্রকল্পের আওতায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর পয়েন্টে নদী শাসনের সাব ঠিকাদার আলমগীর হোসেন কাজের তদারকি করেন।

কাজ শুরুর পর জনৈক ওয়াহিদুজ্জামান রাজু নামে স্থানীয় এক ব্যক্তি প্রকল্প প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান ও আলমগীর হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে অস্বীকার করলে কাজে বাধা ও ভয়ভীতি দেখান।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মিজানুর রহমান ৫ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাব ঠিকাদার আলমগীর হোসেন বাদী হয়ে ওয়াহিদুজ্জামান রাজুকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে সাঘাটা থানায় মামলা করেন। এদিকে অভিযুক্ত প্রধান আসামি ওয়াহিদুজ্জামান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান আজকের পত্রিকাকে জানান, মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই গোলাম মোস্তফা ছুটিতে আছেন। তিনি ছুটি থেকে এসে তদন্ত করলে তখন ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ