বিদেশি তরমুজ গবেষণায় সাফল্য পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গবেষকেরা। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি (এটি) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানের তত্ত্বাবধানে ওই ডিসিপ্লিনের ২য় বর্ষের ছাত্র মো. সোহেল রানা এ গবেষণা কার্যক্রম চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে জার্মপ্লাজম সেন্টারে বিদেশি তরমুজের ওপর আরও একটি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।
এ কার্যক্রমে হানিডিউ মেলন ও রক মেলন নামের দুটি মেলনের জাত এবং গোল্ডেন ক্রাউন নামের একটি তরমুজের জাত ব্যবহার করা হয়েছে বলে জানান গবেষকেরা।
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান জানান, ‘মাল্চিং পদ্ধতিতে গ্রীষ্মকালে গবেষণাটি পরিচালনা করা হয়, যেখানে তিন ধরনের পলি মাল্চ ব্যবহার করা হয়েছে। কালো পলিথিন, সাদা পলিথিন এবং পলিমাল্চিং শিট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি মেলনের ও একটি তরমুজের ফল ধারণ করেছে এবং আশাব্যঞ্জক হয়েছে বলে প্রতীয়মান হয়।’
এ গবেষণার উদ্দেশ্য জানতে চাইলে গবেষক বলেন, ‘আমাদের দেশে সাধারণ জাতের তরমুজ চাষ করা হলেও এসব বিদেশি জাতের তরমুজ চাষ করা হয় না। এই গবেষণার মূল উদ্দেশ্য দক্ষিণাঞ্চলের কৃষিতে বিদেশি মেলন চাষ যুক্ত করে কৃষকদের স্বাবলম্বী করা।’