টাঙ্গাইলের মির্জাপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তরফপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও তরফপুর দারুচ্ছুন্না বহুমুখী দাখিল মাদ্রাসায় এ সব মাস্ক বিতরণ করেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ রেজা।
এ সময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রেজাউল করিম ছাড়াও তরফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান হবি, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিজ মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর শিকদার প্রমুখ।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করা হয়। আজিজ রেজা জানিয়েছেন পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হবে।