সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন।
গতকাল রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। রংপুর বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কর্মসূচিটির আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন কলেজে বেসরকারি কর্মচারী হিসেবে কর্মরত থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও এখন পর্যন্ত তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। এ অবস্থায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আন্দোলনকারীদের দাবি হলো, বেসরকারি কর্মচারীদের দ্রুত নিয়োগের তারিখ থেকে জাতীয়করণ করতে হবে। সেই সঙ্গে জাতীয়করণ করার আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতা দিতে হবে।