ঝালকাঠি জেলায় নারীদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পারলার চালু হয়েছে। উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এ পারলার খোলা হয়। গত মঙ্গলবার দুপুর ১২টায় ঝালকাঠি সদরের দুটি স্থানে ডিসপ্লে সেন্টার এবং বিউটি পারলার উন্মুক্ত করা হয়।
জেলা প্রশাসক জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে কেন্দ্র দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি।
কেন্দ্র উদ্বোধনের পর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারিহা নিশাত, সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান।