বাইরে চা-কফি খাওয়া হলে এখন কিন্তু আমরা ওয়ানটাইম কাপেই খাই। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই চায়ের দোকানগুলোতে ওয়ানটাইম কাপের ব্যবহার বেড়েছে। এই ওয়ানটাইম কাপ কিন্তু লাগাতে পারো ক্র্যাফট বানানোর কাজে। এসব ওয়ানটাইম কাপ দিয়ে একটা নীল তিমি বানানোর চেষ্টা করি চলো।
যা লাগবে
চলো বানাই