বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রার্থনা ফারদিন দীঘির। এরপর অসংখ্য সিনেমায় শিশুচরিত্রে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে যাত্রা শুরু হয় দীঘির। গত বছরের মার্চে মুক্তি পায় সিনেমাটি।
অভিনয়ে দীঘি বরাবরই সাবলীল। নাচেও সমান দক্ষ। ছোটবেলা থেকেই নাচ শিখছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নাচের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হলেন দীঘি। শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘আউলা ঝাউলা’ গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। মিজানুর রহমানের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভি বাংলার গায়েনের শিল্পী লাবণী। ভিডিও তৈরি করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
দীঘি জানিয়েছেন, আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে সম্প্রতি ভিডিওটির শুটিং হয়েছে। দীঘি বলেন, ‘বড় আয়োজন করে কাজটি করেছি আমরা। শুটিং করতে গিয়ে মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। গানটির কথা ও সুর যেমন ভালো হয়েছে, ভিডিওর কোরিওগ্রাফিও ভালো হয়েছে। নাচনির্ভর এই মিউজিক ভিডিওটি ঈদে আরটিভিতে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
‘আউলা ঝাউলা’ গান ছাড়াও ঈদে আরও কয়েকটি টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে দেখা দেবেন দীঘি। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ইমনের সঙ্গে জনপ্রিয় কিছু গানের সঙ্গে নেচেছেন তিনি। অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে। এ ছাড়া নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছে দীঘির। ঈদের পর দেবেন আনুষ্ঠানিক ঘোষণা।