ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৯ মাস পর সশরীরে ক্লাস শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।
দীর্ঘদিন পর খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক দিন পর ক্যাম্পাসে সবাইকে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ইউআইইউ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা, ক্যাফেটেরিয়া এবং গেম রুমসহ ক্যাম্পাসে শিক্ষার্থীরা আগের মতো আবারও গল্পে, আড্ডায় মেতে ওঠেন।
ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই প্রথম সশরীরে ক্লাস শুরু হয়েছে। তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।