হোম > ছাপা সংস্করণ

বোরো চাষে আগ্রহ বাড়ছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কৃষকেরা বোরো আবাদের দিকে ঝুঁকছেন। গত দুই বছরে প্রযুক্তিগত উন্নয়ন ও দাম ভালো পাওয়ায় ধানের চাষাবাদ বাড়ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদের আশা করছে জেলা কৃষি বিভাগ।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলার পাঁচ উপজেলায় ৩৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা গত বছরের চেয়ে ৫ হাজার হেক্টর বেশি।

ইতিমধ্যে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। বাকি জমিতে আগামী কয়েক দিনের মধ্যে আবাদ শেষ হওয়ার আশা করে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। দুই বছর আগেও কৃষকেরা লোকসানের কারণে ধান আবাদ বাদ দিয়ে জমিতে অন্য ফসল করতেন। এ সময় ধানে লাভ হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে আবারও ধান চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।

সদর উপজেলার যাদৈয়া এলাকার কৃষক আবু তাহের বলেন, এবার ধানের দাম ভালো পাওয়া গেছে। এতে চাষিরা খুবই খুশি। সার-কীটনাশকের দামও ছিল নাগালের মধ্যে। দাম ভালো পাওয়ায় বোরো ধান চাষে আগ্রহ বাড়ছে। আগে ধান চাষ করে লোকসান হতো। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ছিল চাষিরা। কিন্তু গত দুই বছর ধরে প্রতি মণ ধানে তিন-চার শ টাকা লাভ হচ্ছে। সামনে ধানের দাম এমন থাকলে লোকসান না হওয়ার আশা করেন তিনি।

রামগতির কৃষক মাইনুল ইসলাম বলেন, ‘গত বছর এক একর জমিতে বোরো ধানের আবাদ করি। দাম ভালো পেয়েছি। তাই চলতি বছর দুই একর জমিতে বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছি। এখন জমি প্রস্তুত করার কাজ চলছে।’

রায়পুরের চরবংশীর কৃষক মনির হোসেন বলেন, এবার আমন ধান করে ভালো দাম পেয়েছেন। ধান বিক্রি করে সংসারের পাশাপাশি অন্য চাহিদাও মেটানো হয়েছে।

তাই এবার কোনো জমি অনাবাদি না রেখে বোরো ধান আবাদ করেছেন তাঁরা। সরকার কৃষকের দিকে তাকিয়ে সামনে খরচ অনুযায়ী ধানের দাম আরও বাড়িয়ে দিলে কৃষক বাঁচবে। কৃষক বাঁচলে দেশে খাদ্য সংকট না হওয়ার আশা এখানকার চাষিদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন বলেন, আগে দাম কম পাওয়ায় কৃষকেরা ধান বাদ দিয়ে অন্য ফসলের চাষ করত। গত দুই বছরে প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি দাম ভালো পাওয়ায় ধানের চাষাবাদ বাড়ছে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি আবাদের আশা করছেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ