অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) সহায়তায় পরিচালিত গ্রাম সমিতি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াঙ টেমবন। গত রোববার বিকেলে ত্রিশাল উপজেলার মঠবাড়ি এলাকায় তিনি পরিদর্শনে আসেন।
এ সময় মারসি মিয়াঙ টেমবন অতি দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নের চিত্র সরেজমিন পরিদর্শন করেন। বিশ্বব্যাংক এবং এসডিএফের সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নত করার জন্য তিনি গ্রাম সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন এসডিএফের চেয়ারপারসন ও সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক এ. জেড. এম. সাখাওয়াত হোসেন, পরিচালক (অপারেশনস) মো. গোলাম ফারুখ, পরিচালক (অর্থ ও ক্রয়) মাহবুবুল আলম, জেনারেল ম্যানেজার (এমইএল) মো. লুৎফর রহমান, আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ।