বাগেরহাটের শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ (ওয়াডি) বিষয়ে কর্মশালা করা হয়েছে। উপজেলা সদরে অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে ভয়েস অব সাউথ বাংলাদেশ (ভিওএসবি) এবং সিডিডি উন্নয়ন সংস্থা আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু অতীশ সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল হাই ও ভিওএসবির মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ শওকত হোসেন।
কর্মশালা সঞ্চালনায় ছিলেন ভিওএসবির নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম এবং সিডিডি সাভার শাখার কো-অর্ডিনেটর মো. মঈনুল ইসলাম। কর্মশালায় শরণখোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, ইউপি সদস্যা আকলিমা বেগম, উন্নয়ন কর্মী জাকারিয়া হোসেন প্রমুখ বক্তব্য দেন।
দাতা সংস্থা হিলোজ অস্ট্রিয়ার সহযোগিতায় ভয়েস অফ সাউথ বাংলাদেশ (ভিওএসবি) এবং সিডিডি উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।