হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য ছাত্রলীগ গঠন করেছিলেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজনীতিতে জোয়ার-ভাটা আছে, তাই ক্ষমতার মোহে পড়ে যা ইচ্ছে তাই করা যাবে না। বাঙালির মুক্তির জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেছিলেন। বাংলাদেশে যত লড়াই সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সব সংগ্রামের বিজয়ের সাক্ষী ছাত্রলীগ। ৮০ আর ৯০ দশকের ছাত্রলীগের নেতা-কর্মীদের ইতিহাস আন্দোলনের।’

গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর পৌর শহরে জেলা ছাত্রলীগের পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম এবং সঞ্চালনা করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আব্দুল হালিম সরকার।

মোজাম্মেল হক এ সময় আরও বলেন, ‘যে দল তাঁদের দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে না, সে দলে ত্যাগী নেতার জন্ম হয় না। বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ ছিল একটি ব্যর্থ রাষ্ট্র। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে দেশ। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের জন্ম। তাই ছাত্রলীগকে গুরুত্ব দিতে হবে।’

প্রয়াত সাংবাদিক আব্দুল গাফ্‌ফার চৌধুরীর প্রসঙ্গ টেনে এনে মন্ত্রী বলেন, ‘তিনি গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামে নিজের লেখনীর মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন। অনেক সময় তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন; কিন্তু সব সময় মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে মিশে ছিলেন তিনি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ্ খান, সহসভাপতি কাজী আলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ। এ সময় ৮০ ও ৯০ দশকের গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ