‘আর কি, বানিয়ে ফেললাম আরও একটা ঈদ স্পেশাল নাটক, “এই তুমি সেই তুমি” লিখেছি আমি, পরিচালনায়ও আমি, জোশ এক্সপেরিয়েন্স।’ এভাবেই নতুন নাটক নির্মাণের খবর জানালেন অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোশান ও শাহনাজ মায়া। নাট্যনির্মাণ অভিনেতা আনিসুর রহমান মিলনের শখ। প্রতিবছর ঈদ উপলক্ষে তিনি একাধিক নাটক নির্মাণ করেন।