হোম > ছাপা সংস্করণ

স্বামীর অত্যাচারে বাবার বাড়ি তবুও মিলছে না শান্তি

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চরশাহীতে স্বামীর অত্যাচার সইতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন মাহমুদা আক্তার মুন্নি (২০) নামের এক গৃহবধূ। কোলে তাঁর তিন বছরের সন্তান। কিন্তু এখানে এসেও শান্তি মিলছে না তাঁর। বাবার বাড়িতে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁর স্বামী মনির হোসেনের (৩০) বিরুদ্ধে।

জানা গেছে, জেলা সদরের চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির নুর নবীর মেয়ে মাহমুদা আক্তার মুন্নি। ২০১৬ সালে একই ইউনিয়নের দাসেরহাট বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি মনির হোসেনকে প্রেম করে বিয়ে করেন তিনি। মনির গোবিন্দপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

গৃহবধূ মুন্নি বলেন, যৌতুকের টাকা দাবি করে গত ১০ মার্চ মনির মারধর করলে তিনি বাবার বাড়ি চলে আসেন। গত ১৬ মার্চ বিকেলে মনির শ্বশুরবাড়ি এসে অসংলগ্ন আচরণ শুরু করেন। উত্তেজিত হয়ে ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তিনি মাথায় আঘাত পান। এ ঘটনায় তিনি শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, শ্যালক ও চাচা শ্বশুরদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাত আসামি আদালত থেকে জামিন নিয়েছেন এবং একজন কারাগারে আছেন।

গৃহবধূ মুন্নি আরও বলেন, ‘টাকা চায়, আর কথায় কথায় মারধর করে। প্রায় ২ লাখ টাকা যৌতুক দিয়ে তাঁকে সৌদি আরবে পাঠানো হয়। চার মাস পর ফিরে এসে আবার টাকা চায়। কিন্তু বাবার অভাবের সংসার। তাঁর পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয়। এ অত্যাচার থেকে আমি মুক্তি চাই।’

মুন্নির বাবা নুর নবী বলেন, ‘আমার মেয়েকে সব সময় মনির ও তাঁর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করত। ২ লাখ টাকা দিয়েছি। এখন আরও ৩ লাখ টাকা চায়। কোথায় পাব এত টাকা? টাকা দিতে পারলে সে আমার মেয়েকে রাখবে, না হয় অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দেয়। জামাইয়ের যৌতুকের আবদার মেটাতে না পেরে হামলা ও মামলার শিকার হয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, ‘আমার স্ত্রী উল্টাপাল্টা চলাচল করেন। এ বিষয়ে সাবধান করায় তিনি এখন আমার নামে বিভিন্ন অভিযোগ তুলেছেন। আমি গত ১৬ মার্চ তাঁদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে মারধর করা হয়। এতে আমি গুরুতর জখম হই। রাগের বসে তাঁদের ঘরের টেবিল ভাঙচুর করি। এ ঘটনায় আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার বলেন, মনির হোসেন একটি মামলা করেছেন। ওই মামলায় একজন কারাগারে আছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ