হোম > ছাপা সংস্করণ

বাড়ি ফিরে দেখলেন মানুষের ভিড়, দাঁড়িয়ে শুধু খুঁটি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

‘দুপুরে রান্নাবান্না করে খেয়েদেয়ে, গরুটিকে খেড় খেতে দিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। বিকেলে বাড়ি ফিরে দেখি, মানুষের ভিড়। পোড়া গন্ধ। কিছুই নেই। শুধু ঘরের খুঁটিগুলো আছে দাঁড়িয়ে।’

গতকাল শুক্রবার সকালে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মিনারা খাতুন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কালাম হোসেনের স্ত্রী। তাঁর স্বামী একজন দিনমজুর।

গত বৃহস্পতিবার বিকেলে চুলার আগুন থেকে তাঁর বাড়িতে অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে তাঁর দেড় লাখ টাকার একটি ষাঁড়, বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

এ ছাড়া এই অগ্নিকাণ্ডে মিনারা খাতুনের শ্বশুর ছানু শেখ ও দেবর এয়ান হোসেনের টাকা, বসতঘর, আসবাবপত্র, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। হাসেম আলী নামের আরেক চাচাতো দেবরের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ছাগলের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর ছানু শেখের টিনশেড ঘরে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ও পোড়া গন্ধ টের পেয়ে প্রতিবেশীরা ছুটে যান এবং পানি, কলাগাছ, বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এ সময় ফায়ার সার্ভিসেও খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছাতে পৌঁছাতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

আরও জানা গেছে, স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় ছানু শেখ, তাঁর দুই ছেলে কালাম এবং এয়ানের বসতঘর, আসবাবপত্র, টাকা, গবাদিপশু, রান্না ও গোয়ালঘর। এ ছাড়া হাসেম আলী নামের আরেকজনের একটি ছাগল পুড়ে মারা যায়। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটে। এতে সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত এয়ান হোসেন বলেন, ‘শ্রমিকের কাজ করি। আগুন আমাদের সব পুড়িয়ে গেছে। ঘরের খুঁটি ছাড়া কিছুই নেই। বউ-ছেলেপেলে নিয়ে এখন আকাশের নিচে বসবাস করছি। কী করে ঘরবাড়ি ঠিকঠাক করব বুঝতে পারছি না। সবার সাহায্য চাই।’

হাসেম আলী বলেন, ‘মাঠে কাজ করছিলাম। ধোঁয়া দেখে দৌড়ে আসি। এসে দেখি আমাদের বাড়িতে আগুন জ্বলছে। জলদি গোয়ালে যায়ে গরুর দড়ি কাটে দিই। চারটি ছাগল ছিল। তার তিনটি বের করতে পেরেছিলাম। একটি মারা গেছে।’

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, ‘আগুনে টাকা, গবাদিপশু, ঘরবাড়ি, আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ