হোম > ছাপা সংস্করণ

কাগজের ফুল বেচেই চলে জীবন-জীবিকা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফুল নেবে.... ফুল.... লাল-নীল রঙিন কাগজের ফুল। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ঘুরে ঘুরে রঙিন কাগজ ও প্লাস্টিকের ফুল বিক্রি করেন মো. সুজন। সাত বছর ধরে এ উপজেলায় ফুল বিক্রি করছেন এই নওগাঁর এই যুবক। এই ফুল বিক্রি করেই চলে তাঁর সংসার।

কাঠফাটা রোদ কিংবা মুষলধারে বৃষ্টি কোনো কিছুই তাঁর কাজে বাধা হতে পারে না। বের হতেই হয় তাঁকে। ফুল বিক্রি করতে না পারলে সংসার চলবে কী করে? নিজ হাতে তৈরি কাগজের ফুল বিক্রিই যে তাঁর রোজগারের একমাত্র উপায়।

মো. সুজন জানালেন তাঁর কথা। তিন বলেন, ‘আমি একেক সময় একেক স্থানে চলে যাই এই ফুল বিক্রি করতে। যদিও করোনায় ব্যবসায় বড় ক্ষতি হয়েছে তবুও চাচ্ছি যেন এই কাগজের ফুল বিক্রি করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারি। প্রতি দিন ৭ থেকে ৮ শ টাকার ফুল বিক্রি হয়। তবে মাঝে মাঝে বেশিও হয়। পরিস্থিতির ওপর নির্ভর করে বিক্রির পরিমাণ। সেখান থেকে যা লাভ হয় তা দিয়ে নিজে চলি ও পরিবারের জন্য বাড়িতে টাকা পাঠাই।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা যদিও লাভজনক তারপরও জীবনের যথেষ্ট ঝুঁকি নিয়ে আমাদের এ ব্যবসায় করতে হয়। ঝুঁকি নিয়ে বাসের ছাদে কখনো বা ট্রাকে করে গন্তব্যে যাই। এভাবেই চলে আমার জীবন-জীবিকা। এক স্থান থেকে অন্যস্থানে। যাযাবর জীবনযাপন করেও বেশ সুখেই আছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ