জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম আগের সিদ্ধান্ত অনুযায়ী চলমান থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
সবাইকে টিকার সনদ সঙ্গে রাখার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রকার জনসমাগম হয়, এমন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।