প্রায় এক যুগ হয়ে গেল মৌলিক গান প্রকাশ করেননি নগর বাউল জেমস। দীর্ঘ বিরতির পর তিনি নতুন গান নিয়ে ফিরছেন। চাঁদরাতেই সবার কাছে পৌঁছে যাবে জেমসের এ উপহার।
এক যুগ তো আর কম সময় নয়! এই দীর্ঘ সময়ে জেমস একটিও মৌলিক গান প্রকাশ করেননি। গত কয়েক বছরে হাতে গোনা যে কয়েকটা গান এসেছে তাঁর, প্রতিটিই কোনো না কোনো সিনেমার। জেমস শুধু গেয়ে দিয়েছেন। কিন্তু ‘জেমসের গান’ বলতে যা বোঝায়, কথায়-সুরে-মিউজিকে ‘নগর বাউল’-এর যে আধিপত্য; সেটার নতুন স্বাদ পাওয়া যায়নি এত দিন। পুরোনো গান দিয়েই জেমস সবার কাছে নতুন হয়ে আছেন। একধরনের তৃষ্ণা তিনি জিইয়ে রেখেছেন ভক্তদের মনে। সেই তৃষ্ণা নিয়ে ভক্তরা এত দিন অপেক্ষা করেছেন জেমসের নতুন গানের জন্য।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে জেমস বলেছেন, ‘সামনে আরও কিছু নতুন গান আপনারা পাবেন। আমরা বোধ হয় সিঙ্গেল হিসেবেই সেগুলো বের করব। তারপর এটাকে অ্যালবাম হিসেবে বের করার পরিকল্পনা আছে।’
সিএমভির ব্যানারে প্রকাশ পেয়েছে ইমরান মাহমুদুলের নতুন গান ‘তোমারই আছি’। কবির বকুলের লেখায় এ গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন খুদে গানরাজ চ্যাম্পিয়ন লাবিবা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সাবিলা নূর। জি-সিরিজের ব্যানারে প্রকাশ পাবে ইমরানের ‘বন্ধু বলো না’।
লাবনীর গাওয়া ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানে মডেল হয়েছেন চিত্রনায়িকা দীঘি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, লিখেছেন এ মিজান। ঈদে আরটিভি এবং ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিকে প্রকাশ করা হবে গানটি।
অনেক দিন পর গানে ফিরেছেন তৌসিফ আহমেদ। ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’সহ অনেক জনপ্রিয় গানের এই শিল্পী ব্যক্তিগত কারণে অনেক বছর গান থেকে দূরে ছিলেন। এবার ঈদে ‘ভালোবাসো কি না’ গান নিয়ে আড়াল ভেঙেছেন। তারেক আনন্দের লেখা গানটি প্রকাশ করেছে জি সিরিজ।
প্রমিথিউস ব্যান্ডখ্যাত বিপ্লবও অনেক দিন পর নতুন গান প্রকাশ করেছেন এবারের ঈদে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি প্রকাশ করেছেন ‘জেটল্যাগ ভালোবাসা’ নামের গান। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। কথা, সুর ও কণ্ঠ বিপ্লবের।
ঈদ উপলক্ষে তিনটি নতুন গান নিয়ে আসছেন সোমনূর মনির কোনাল। বাপ্পা মজুমদারের সুর-সংগীতে ‘সুখ থামে না’, ফোয়াদ নাসের বাবুর সুর-সংগীতে ‘থাক সে কথা আজ না বলি’ এবং ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত পরিচালনায় পাহাড়ি ধাঁচের ‘দে দোল’।
‘অপরাধী’খ্যাত গায়ক আরমান আলিফের নতুন গান প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে। ‘এক ফোঁটা কান্না’ নামের এ গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
ফোক সংগীতশিল্পী লায়লার কণ্ঠে শোনা যাবে ‘তুমি মানুষ ভালা না’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। কোক স্টুডিওর ‘নাসেক নাসেক’ গেয়ে জনপ্রিয়তা পাওয়া অনিমেষ রায়ের নতুন গান ‘কী ভালোবাসারে’ আসছে জি সিরিজ থেকে।
আহমেদ রিজভীর কথা ও বেলাল খানের সুরে তাঁরই সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা, শিরোনাম ‘তোমায় রাখব বান্ধিয়া’। এ ছাড়া কবীর সুমনের কথা ও সুরে আসিফ আকবরের সঙ্গে লিজা গেয়েছেন ‘ফেরে না হারানো দিনগুলো’, মুহিনের সুরে কণ্ঠ দিয়েছেন ‘ঈদ মোবারক’ শিরোনামে আরেকটি গানে। ভিডিওসহ গানগুলো মুক্তি পাবে ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেলে।