হোম > ছাপা সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ নগরীর জামতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে জামতলার রূপান্তর টাওয়ারের সামনের রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার দেওভোগ পাক্কা রোডের সেলিমের ছেলে শুভ হাওলাদার (২০) ও পশ্চিম দেওভোগের মৃত স্বপন মিয়ার ছেলে বাধন (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জামতলার রূপান্তর টাওয়ারের সামনে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুভ হাওলাদার, বাধন এবং দেওভোগ বোপারীপাড়ার শিকদার বাড়ির আমিনুল ইসলামের ছেলে তানভীরসহ (২৩) কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে শুভ ও বাধনকে আটক করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ফরহাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার রাতেও তাঁরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ