হোম > ছাপা সংস্করণ

চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুর পৌর সদরের সমবায় সুপার মার্কেটে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ধেরুয়া নাসির গ্যাস কারখানার সামনে থেকে গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৩৬ ইঞ্চি কাটার মেশিন জব্দ করা হয়। গতকাল তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদরের বাওসাইদ গ্রামের আলিম মিয়া, বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামের সুমন, চাঁদপুর জেলার মধ্য ইচলী নতুনবাজার গ্রামের আরিফ হোসেন, বগুড়া জেলার আদমদীঘি থানার কাল্লাগাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে সুজন।

মির্জাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর রাতে মির্জাপুর বাজারের সমবায় সুপার মার্কেটের ভাই ভাই ব্যাটারি অ্যান্ড আইপিএসের দোকানে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিন মির্জাপুর থানায় একটি মামলা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতিসহ চুরির একাধিক মামলা রয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ