হোম > ছাপা সংস্করণ

জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

গাজীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেয় আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ নামের একটি সংগঠন।

স্মারকলিপিতে বলা হয়, মো. জাহাঙ্গীর আলম দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিতর্কিত এই জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যবহার করে বিএনপি, ফ্রিডম পার্টি ও জামায়াতকে পৃষ্ঠপোষকতা ও লালনপালন করেছেন। গাজীপুর প্রেসক্লাব দখল করে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটিকে হটিয়ে বিএনপি-ফ্রিডম পার্টি-জামায়াতের নেতাদের হাতে তুলে দিয়েছিলেন।

এতে বলা হয়, দলীয় ক্ষমতা ও মেয়র পদ হারানোর পর জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে দোষারোপ করে একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। জাহাঙ্গীর আলম ও তাঁর অনুসারীরা প্রকাশ্যে ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশবিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছেন।

এ স্মারকলিপিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী কাছে আবেদন জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি শাহ্ সুলতান মুহাম্মদ আতিক, সহসভাপতি প্রফেসর সদরুল ইসলাম, মহাসচিব জুয়েল সরকার, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ