রামপালে দ্বিতীয় ধাপের করোনার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পাঁচটি ইউনিয়ন পরিষদে এই করোনার টিকা দেওয়া হয়। সকাল থেকেই টিকা গ্রহণকারীরা নিজ নিজ কেন্দ্রগুলোতে এসে এ টিকা নেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নের হুড়কায় ১ হাজার ৩২০ জন, মল্লিকেরবেড়ে ৫২৩ জন, ভোজপাতিয়ায় ১ হাজার ১৭৫ জন, উজড়কুড়ে ১ হাজার ৮৫ জন, বাইনতলায় ১ হাজার ৯২ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৭৬৩ জন, মোট ৫ হাজার ৯৫৮ জন টিকা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল প্রতিটি টিকাকেন্দ্র পর্যবেক্ষণ করেন।
হুড়কা ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্র পরিদর্শনের সময় ডা. সুকান্ত কুমার পালের সঙ্গে হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই কমলেশ দাস, সাংবাদিক সুজন মজুমদার, উপজেলা স্বাস্থ্য সহকারী মনোজিৎ মণ্ডল, ইউনিয়ন ওয়ার্ড সদস্য পূর্ণেন্দু বোস, পবিত্র পাড়ে, অনিমেষ মণ্ডল (মঙ্গল), অনিন্দ্য মণ্ডল, মলয় মণ্ডল, হুমা গাজী, সংরক্ষিত মহিলা সদস্য গায়েত্রী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সনৎ মল্লিক, সুকীর্তি মণ্ডল ও কিশোর ঘরামী প্রমুখ ছিলেন।