মধুপুরের জলছত্র কৃষিবাজার থেকে শ্মশানঘাট সড়ক ইটের সলিং করার মাধ্যমে সংস্কারকাজ উদ্বোধন করা হয়েছে। বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য মর্জিনা বেগম, ইউপি সদস্য তুষার রেমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোন্নাফ হোসেন, অরণখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন সরকার, বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, অগ্নিসেনা ক্লাবের সহসভাপতি সাইদ হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে এই উন্নয়নকাজ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বেরীবাইদ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য তুষার রেমা।