যাঁরা চা ভালোবাসেন তাঁদের কাছে টি-পট বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের পর তাতে দাগ পড়লে কী করবেন, দেখে নিন।
ফুলদানি হিসেবে
ডাইনিং টেবিলে বা বারান্দায় চায়ের টেবিল থাকলে তার ওপর লম্বা ধরনের টি-পট রেখে তাতে তাজা ফুল জিইয়ে রাখা যায়। তা ছাড়া কাগজ বা কাপড়ের ফুলও সাজিয়ে রাখা যেতে পারে সেটিতে।
টেরেরিয়াম
স্বচ্ছ টি-পটগুলো অনায়াসে টেরেরিয়াম তৈরির কাজে লাগাতে পারেন। কাচের টি-পটটি পরিষ্কার করে মুছে শুকিয়ে নিন। জার লম্বালম্বি বা আড়াআড়ি যেকোনোভাবে রেখেই সাজাতে পারেন। প্রথমে পাথর বিছিয়ে নিন। তাতে অতিরিক্ত পানি বেরিয়ে পাথরের নিচে জমা হবে। পাথরের ওপর ১-২ ইঞ্চি পুরু করে কয়লা বিছিয়ে দিন। এরপর অর্ধেক পাত্র ভরে দিন ঝরঝরে মাটি দিয়ে। এতে ছোট ছোট ক্যাকটাস, ছোট অ্যালোভেরা ও সাকুলেন্ট লাগান। গাছ লাগানোর পর টেরেরিয়ামে মাটি শুষ্ক হয়ে এলে অল্প পানি দিতে হবে। বেশি পানি দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। টেরেরিয়াম এমন জায়গায় রাখুন, যেখানে প্রাকৃতিক আলো-বাতাস চলাচল করে।
টি-পটে চায়ের দাগ পড়ে গেছে বা রং ম্লান হয়ে গেছে, এমন হলে অ্যাক্রিলিক কালার দিয়ে রং ও নকশা করে শেলফে বা ঘরের জুতসই কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারেন। অথবা শোকেসে সাজিয়ে রেখে টি-পটের ভেতরে রেখে দিতে পারেন ঘরের গুরুত্বপূর্ণ চাবিগুলো।
সূত্র: আপসাইকেলড ওয়ান্ডারস