নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ পেয়েছে বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ উপলক্ষে শুক্রবার উত্তরায় আনন্দ শোভাযাত্রা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীরা। শোভাযাত্রা শেষে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান সজল, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী সিকদার। উপাচার্য ড. রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার আবদুল কাইউম সরদার, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম শাহীন খান, গোলাম সারোয়ার কবির প্রমুখ।