পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের ১ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। গতকাল মঙ্গলবার এ দুই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ দিন রাজশাহী বোর্ডের ১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এর মধ্যে রাজশাহীতে ২৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩৫ জন, নাটোরে ১৮৪ জন, নওগাঁয় ২২৪ জন, পাবনায় ২২৩ জন, সিরাজগঞ্জে ২৫১ জন, বগুড়ায় ২৪৬ জন এবং জয়পুরহাটের ৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিভাগের আট জেলার ২৬৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।