টাঙ্গাইলে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ সংক্রান্ত সন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ওপর মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আলাউদ্দিন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন, আমাদের দেশে মাঝে মাঝেই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এটা বড় ভূমিকম্পের পূর্বাভাস। তাই ভূমিকম্প সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এই আয়োজন করা হয়েছে। এ ছাড়া আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এ বিষয়ে সচেতন করতে এমন মহড়ার আয়োজন করে থাকি।
৯ম শ্রেণির ছাত্র সাকিব আল হাসান বলেন, ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। এ ছাড়া এর প্রতিকার সম্পর্কেও কিছু জানতাম না। এই মহড়া থেকে অনেক কিছুই জানতে পারলাম। ভবিষ্যতে অনেক কাজে আসবে। আমার মতো বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ভূমিকম্প ও অগ্নিনির্বাপক সম্পর্কে ধারণা হয়েছে।’