হোম > ছাপা সংস্করণ

বাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীর সাগরনালে এক বসতবাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ-পূর্ব সাগরনাল গ্রামের জ্বালানি কাঠ রাখার ঘর থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা বন বিভাগ বিকেলে সাপটিকে পাশের পুটিছড়া বনে অবমুক্ত করে।

জুড়ী বন বিভাগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাগরনাল গ্রামের সুলতান আহমদ ইমন দুপুরে বাড়ির জ্বালানি কাঠ রাখা ঘরে অজগরের একটি বাচ্চা দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয় বাসিন্দা মো. মিফতাহ আহমদ লিটন বন বিভাগ ও থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে জুড়ী রেঞ্জের পুটিছড়া বনবিট কর্মকর্তা ও বনকর্মীরা অজগরের বাচ্চাটি উদ্ধার করে পুটিছড়া বনে অবমুক্ত করেন। অজগরের বাচ্চাটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে স্থানীয় অজগরের বাচ্চাটি অবমুক্তের জন্য উদ্ধার করি। যে বাড়িতে পাওয়া গেছে ওই এলাকায় বন রয়েছে। প্রাকৃতিক চলাচল কিংবা মোরগ খাওয়ার জন্য হয়তো ওই বাড়িতে যায় অজগরের বাচ্চাটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ