পূর্ণাঙ্গ সফরে এই মুহূর্তে পাকিস্তানে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের, তিনটি এক দিনের ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে সফর।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের পর প্রথম আন্তর্জাতিক সফর করছে যুবারা। এই সফরে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে চান ক্রিকেটাররা। তিন সংস্করণে ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আহরার আমিন। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল আহরার বলেন, ‘আমরা এখানে তিন সংস্করণের ক্রিকেট খেলব। এটা আমাদের সবার জন্য দারুণ সুযোগ। আশা করি, আমরা এই সুযোগ কাজে লাগাতে পারব।’ পাকিস্তান সফরের আগে প্রায় তিন মাসের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আহরার, ‘দেশ থেকে দারুণ প্রস্তুতি নিয়ে এসেছি। ছেলেরা খেলার জন্য উন্মুখ হয়ে আছে।’