হোম > ছাপা সংস্করণ

মির্জাপুরে টিকা পাচ্ছে ৩ হাজার পরীক্ষার্থী

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে ৩ হাজারের বেশি এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই টিকাদান কার্যক্রম চলবে। উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসনে মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম উপস্থিত থাকবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা গেছে, চলতি বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় দুই হাজার ৭১৩ এবং বিজনেস ম্যানেজমেন্ট শাখায় ২৯৫ জন। আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষায় অংশ গ্রহণের পূর্বে তাদের করোনার টিকা নিতে হবে। এই নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানিয়েছেন।

মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান, রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমান স্বপন বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের একটি মহতী উদ্যোগ। সরকারের এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ