হোম > ছাপা সংস্করণ

অসুস্থতা নিয়ে বাড়িয়ে বলছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়া যতটুকু অসুস্থ, বিএনপি তার চেয়ে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি।

বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করে যে ইস্যু

তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ, খালেদা জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন। আরও উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তাঁর চিকিৎসকেরা যেভাবে চান, সরকার তা করতে বদ্ধপরিকর। তবে বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুন, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে, তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে, তারা আবার কিসে আগুন দেয়। কারণ, তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে। বিএনপি পরগাছার মতো আচরণ করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।

‘সরকার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করছে’—বিএনপির এমন মন্তব্যে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্যব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।’

তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা যে কত ভালো, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে। অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসকেরা ও স্বাস্থ্যব্যবস্থা কত ভালো কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।

এ সময় চট্টগ্রাম আওয়ামী নেতা রফিকুল ইসলাম ও আবুল কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ