মানিকগঞ্জ আদালতের নেজারত ও নকল শাখা এবং রেকর্ডরুমের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
গতকাল সোমবার দুপুরে আদালত চত্বরে এই মানববন্ধন হয়। এতে আইনজীবী মাহবুবুল ইসলাম, মতিউর রহমান আঙ্গুর, আতাউর রহমান, ইউনুছ আলী, আমিনুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মানিকগঞ্জ আদালতের নেজারত, নকল শাখা ও রেকর্ডরুমের অনেক কর্মকর্তা-কর্মচারী ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তাঁরা একটি অ্যাফিডেভিট করতে সরকারি ফির বাইরে অতিরিক্ত ৩০০ টাকা থেকে ৫০০ টাকা আদায় করেন। ৫০০ থেকে হাজার টাকা ছাড়া তারা কোনো নকল সরবরাহ করেন না। রেকর্ডরুমেও তাঁরা অতিরিক্ত টাকা নিয়ে কাজ করেন।