রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলন উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
প্রধান পৃষ্ঠপোষক উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। সভাপতিত্ব করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. ফারুক হোসেন।
সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশ নেন। তিন দিনে ৫১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।