হোম > ছাপা সংস্করণ

তিন শিক্ষকের করোনা বেড়ায় বিদ্যালয় বন্ধ

পাবনা ও বেড়া প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন গতকাল মঙ্গলবার সকালে বলেন, তাঁর প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২), মহব্বত আলী (৩৫) ও ইফফাত আরা (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৪ নভেম্বর নমুনা পরীক্ষা করে ১৬ নভেম্বর শামীমা পারভীনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ১৬ নভেম্বর স্কুলের বাকি সাতজন শিক্ষক নমুনা পরীক্ষা করাতে গেলে ১৮ নভেম্বর আরও দুজন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার পজিটিভ রিপোর্ট আসে।

এ খবর জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরও করোনায় আক্রান্ত হওয়া দুঃখজনক বলে দাবি এ প্রধান শিক্ষকের।

করোনায় আক্রান্ত শিক্ষক শামীমা আক্তার জানান, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন শারীরিকভাবে কিছুটা ভালো আছেন। শিক্ষক-ছাত্রদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের কথা জানান তিনি।

বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সবাই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান বলেন, তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁরা বিদ্যালয় ছুটির আবেদন করেছিলেন। আপাতত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। দ্রুত স্কুল খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘করোনা থেকে আমরা এখনো নিরাপদ নই। তাই করোনা প্রতিরোধে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ