নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতে বিশেষ অভিযানে মাঠে নামে পুলিশ। একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম উপজেলার শফিকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মহসিন আলী (৩৫), আকবর হোসেন (৫৫), হাসান আলী (৩২) ও শাহিন হোসেনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একই রাতে থানা-পুলিশ উপজেলার হরিশপুর গ্রামের বাবু সরদার (৪৬) ও ময়েন সরদার (৪২) এবং ভবানীপুর গ্রামের নাজির সরদারের ছেলে সোহেল সরদারকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।