হোম > ছাপা সংস্করণ

সমাবেশ থেকে খালেদা জিয়াকে মুক্তির দাবি

ভোলা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছ ভোলা জেলা বিএনপি। ভোলা পৌর শহরের নলিনী দাস স্কুল মাঠে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি ও দশ টাকা চাল খাওয়ানোর কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকারের পালানোর সময় এসেছে। তিনি আরও বলেন, ‘আজ সারা দেশের মানুষ রাতের ভোটের অবৈধ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। শিগগিরই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসা করা হবে।’

জেলা সভাপতি গোলাম নবী আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন আলম, মো. হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ