পীরগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জহির উদ্দিন, উপবিদ্যালয় পরিদর্শক মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা প্রমুখ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম তাঁর বক্তব্যে প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার মান বাড়াতে আন্তরিক হওয়ার আহ্বান জানান।