পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক ঘটনায় ওই দুজনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গত সোমবার রাত আটটায় নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাচু আজকের পত্রিকাকে জানান, নীলগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের মিছিল করার দায়ে সমর্থক মো. মাঈন উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেয়ালে পোস্টার লাগানোর ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের আপেল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী ফজলুল হককে ২ হাজার টাকা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, ‘মিছিল করা এবং দেয়ালে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের দুজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিন আজকের পত্রিকাকে আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।’