সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালিতে ধান খেতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। একইভাবে মারা গেছে একটি শৃগালও। গতকাল শুক্রবার সকালে মাঠে যাওয়া কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। ওই ধান খেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড়কে গ্রেপ্তার করা হয়েছে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিত অধিকারী জানান ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গোদাড়া গ্রামের দুই যুবক রশীদ ও ইদ্রিসের মৃত্যু হয়েছে। একটি শৃগালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে’।
তিনি বলেন, জমির মালিক মরদেহ দুটি সরিয়ে ধান খেতের পানির নালায় ফেলে রাখেন। তাঁর বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।