ছিন্নমূল ও বস্তিবাসীর পর এবার তৃতীয় লিঙ্গের মানুষদের টিকার আওতায় আনল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে টিকাদান এই কার্যক্রম চালু হয়। এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, প্রথম দিন সাড়ে ৩০০ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছে। তাঁদের দলনেতা জানিয়েছেন, আরও ৮০০ থেকে ১ হাজার মানুষ আছেন। তাঁদের তালিকা জমা দিলে পরবর্তীতে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, ধাপে ধাপে সব সম্প্রদায়ের মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এর আগে গত রোববার পাহাড়তলীর ছিন্নমূল ঝাউতলা বস্তির প্রায় ৬০০ জনকে টিকার ডোজ দেওয়া হয়।