হোম > ছাপা সংস্করণ

লাল-সবুজে সাজুক শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর মানেই গৌরবময় বিজয়ের আনন্দ। লাল ও সবুজ রং আমাদের ফ্যাশনে আইকনিক রং হয়ে উঠেছে গত ৫০ বছরে। এখন লাল-সবুজের ছাপ চোখে পড়ে সবখানেই। প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকে রয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর মোটিফ, লাল-সবুজ পতাকা, দেশাত্মবোধক গানের লাইন প্রভৃতি।

কে ক্রাফট
বিজয়ের মাসে শিশুদের জন্য লাল ও সবুজ রঙের টি-শার্ট, ফ্রক, পাঞ্জাবির পাশাপাশি কালো রঙের পোশাকও নিয়ে এসেছে কে ক্রাফট। কালো রঙের পোশাকে রয়েছে দেশাত্মবোধক গান ও বিজয় উল্লাসের মোটিফ। কিছু কিছু টি-শার্টে আছে বিজয়ের ৫০ বছর পূর্তির স্মারক। পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, পতাকা ও বাটিক মোটিফ। টি-শার্টের দাম ৩৫৫ টাকা এবং পাঞ্জাবির দাম ৬৯৫-৭১৫ টাকা। ফ্রকের দাম ৮৩৫-১০১৫ টাকা।

বিশ্বরঙ
লাল-সবুজ রঙের টপস, ফ্রক, কামিজ ও পাঞ্জাবি নিয়ে এসেছে বিশ্বরঙ। সাদা ও জলপাই রঙের সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণের পোশাকও রয়েছে এখানে।
কিছু কিছু কামিজে রয়েছে কটি। পোশাকে রয়েছে এমব্রয়ডারি কাজ। শিশুদের পাঞ্জাবিতে রয়েছে লাল-সবুজ-হলুদ-কমলা রঙের মিশেল। রয়েছে এক রঙের পাঞ্জাবিও। দাম ১২৫০-২০০০ টাকা। 

রঙ বাংলাদেশ
শিশুদের জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শাড়ি, টপস, টি-শার্ট ও পাঞ্জাবি। লাল রঙের ভয়েল কাপড়ের শাড়িতে রয়েছে সবুজ রঙের ব্লক প্রিন্ট। আঁচলে রয়েছে টার্সেল। লাল রঙের পাঞ্জাবিতে রয়েছে সবুজ ও টিয়া রঙের ব্লকপ্রিন্ট। সবুজ রঙের টপস, টি-শার্ট ও পাঞ্জাবিও এনেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবিগুলোর দাম ৬৩০-৯৮০ টাকা। শাড়ির দাম ৮৫০-১০০০ টাকা।

অঞ্জন’স
অঞ্জন’সে পাওয়া যাচ্ছে সবুজ ও জলপাই রঙের পাঞ্জাবি। সুতি কাপড়ের পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। ব্র্যান্ডটিতে রয়েছে লাল ও নেভি ব্লু রঙের পোশাক। দাম ৫৯১-১৫০০ টাকা পর্যন্ত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ