উত্তর প্রদেশের (ইউপি) বিধানসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বাড়ছে উত্তেজনা। গত সপ্তাহে বিজেপির তিন দলত্যাগী মন্ত্রীসহ আটজন বিধায়ক যোগ দেন সমাজবাদী পার্টিতে (এসপি)। এবার দলটির সভাপতি ও ইউপির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব এসপি ছেড়ে গতকাল যোগ দিলেন বিজেপিতে।
অপর্ণার বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অখিলেশ বলেন, ‘কাউকে মনোনয়ন দিতে আমাদের অনেক হিসাব করতে হচ্ছে। তাই অপর্ণাকে কোনো আসন থেকে মনোনয়ন দিতে পারিনি। আমি বিজেপিকে স্বাগত জানাই, কারণ, আমরা মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছি এমন একজনকে তারা মনোনয়ন দিয়েছে।’
রাজ্যটির ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে অপর্ণাকে মনোনয়ন দিয়েছিল এসপি। কিন্তু কংগ্রেস ছেড়ে আসা বিজেপি প্রার্থী রিতা বহুগুনার কাছে হেরে যান তিনি।
নিজে কোন আসন থেকে লড়বেন, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন অখিলেশ যাদব। ২০১২-১৭ সালে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেও তিনি এখন পর্যন্ত কোনো বিধানসভা নির্বাচনে লড়েননি।