কুড়িগ্রামের চিলমারীর থানাহাট বাজারে খাসজমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবন ভেঙে ফেলার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলা শহরের থানাহাট বাজারের খাসজমির ৬ শতাংশ জায়গা থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার ১২ জন সদস্যের নামে ২০২০ সালে একসনা লিজ দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। পরবর্তী সময়ে নবায়ন না করেই ওই ১২ সদস্য ওই স্থানে বহুতল ভবন নির্মাণে কাজ শুরু করেন। বিষয়টি স্থায়ী অবকাঠামো নির্মাণ হাটবাজারের সরকারি খাসজমি বন্দোবস্ত নীতিমালার পরিপন্থী হওয়ায় উপজেলা প্রশাসনের সুপারিশক্রমে ১৭ জুলাই জেলা প্রশাসন বন্দোবস্ত বাতিল করে।
এদিকে ২৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে বন্দোবস্ত বাতিল করা জমি থেকে স্থায়ী অবকাঠামো সরিয়ে নিতে ওই সংস্থার ১২ সদস্যকে পৃথক নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে স্থায়ী অবকাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও ভবন নির্মাণকাজ চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার কয়েক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের জমানো টাকা সভাপতি সাহেব ইচ্ছেমতো ভবন নির্মাণে খরচ করছেন। এখন ভবন নির্মাণকাজ বন্ধ করে তা সরিয়ে নিলে সংস্থা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে।’
এ বিষয়ে থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার সভাপতি মো. মাহফুজার রহমান মঞ্জু বলেন, ‘ওই স্থানটি যেহেতু নিচু, তাই মাটি ভরাটের পর ছাদ ঢালাই করে ভবন নির্মাণকাজ শুরু করা হয়। অনেক খরচ হয়ে গেছে।’
ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাতিল করা বন্দোবস্ত জায়গা থেকে স্থায়ী অবকাঠামো সরিয়ে নিতে নোটিস দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সরিয়ে না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’