বাবা বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর। নায়ক হতে তাই কঠিন পথ পাড়ি দিতে হতো এমনটা নয়। তবু অর্জুন ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। চারটি সিনেমার সহকারী ছিলেন। লক্ষ্য ছিল পরিচালক হবেন। সালমান খান তাঁকে বললেন, ‘তুমি তো অভিনেতা হতে পারো।’ নিজেকে নিয়ে নতুন করে ভাবলেন অর্জুন। ১৫ কেজি ওজন কমালেন। অর্জুন বলেন, ‘সালমান খান আমাকে নায়ক হতে উৎসাহ জুগিয়েছেন। চাইলে বাবার হাত ধরে শুরু করতে পারতাম, সেটা করিনি। আদিত্য চোপড়ার কাছে অডিশন দিয়েছি। তিনি প্রথমে পছন্দ করেননি। বলেই দিয়েছিলেন পার্শ্বচরিত্রে মানাবে। এরপর নিজেকে প্রস্তুত করেছি। সন্তুষ্টি আদায় করেছি আদিত্য স্যারের।’
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, ‘অনেকেই বলে, আমি হিট সিনেমা দিতে পারিনি। শুরু যখন করেছি তখন একটাই ভাবনা ছিল, দর্শক সিনেমাটি পছন্দ করলে সামনে কাজ মিলবে। কিছু সিনেমা চলেছে, কিছু চলেনি। এর মানে আমি ব্যর্থ নই। মানুষ আমাকে চেনে। তাদের সঙ্গে আমার যে সংযোগ তৈরি হয়েছে, এটাই সফলতা।’
গত ১৫ মাসে শরীরে তাক লাগানো পরিবর্তন এনেছেন। একসময়ের স্থূলকায় অর্জুন কাপুরের সিক্স প্যাক অ্যাবস এখন ভক্তদের চর্চার অন্যতম বিষয়। অভিনেতা জানিয়েছেন, পেশা এবং দর্শকের জন্যই এই পরিবর্তন। আপাতত তিনি মানালিতে নতুন সিনেমা ‘লেডি কিলার’-এর শুটিংয়ে ব্যস্ত।