গফরগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার দুপুরে অভিযান পরিচালনাকালে নকল পণ্যসামগ্রী বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন।
অভিযানে গফরগাঁও পৌরসভার স্টেশন রোডের মেসার্স ইকবাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসে নামহীন টিভি, ফ্রিজসহ বিভিন্ন পণ্যে যথেচ্ছভাবে স্যামসাং, এলজি, সনি, ন্যাশনাল ইত্যাদি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে উচ্চমূল্যে বিক্রির বিষয়টি ধরা পড়ে। ওয়ারেন্টি কার্ডও তৈরি করে নিজেরাই।
এ ছাড়া একটি কোম্পানি কোনো স্ট্যাবিলাইজার তৈরি না করলেও তাদের ব্রান্ডের স্টিকার ব্যবহার করে বিক্রি করা হয়। বিক্রি করা হচ্ছিল বিদ্যুতের নকল তার।
এ সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে প্রতারিত করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে একটি দল।
বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।’