হোম > ছাপা সংস্করণ

আ.লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে গেলেন জাপা প্রার্থী

পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জের বড়দরগা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আবু রায়হান। তিনি গতকাল শনিবার দুপুরে এই ঘোষণা দেন।

আগামী ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫টি ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হবে। দলীয় সূত্র জানায়, আবু রায়হান দলীয় প্রতীক লাঙ্গল পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু তিনি গতকাল নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারপরই তিনি লাঙ্গল প্রতীকের প্রচার বন্ধ করে নৌকায় ভোটের জন্য গণসংযোগ শুরু করেন।

আবু রায়হান বলেন, ‘বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভাই আর আমি একই গ্রামের বাসিন্দা। আমরা ছোট মির্জাপুর গ্রামের মাটিতেই বড় হয়েছি। তাই একই গ্রামে দুজন চেয়ারম্যান প্রার্থী থাকলে বিজয় লাভ করা কঠিন হবে। ফলে আমি এখন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ শুরু করেছি।’

নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হক বলেন, ‘নৌকা প্রতীকের বিজয় এমনিতেই নিশ্চিত। তবে তার (আবু রায়হান) প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোয় নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় আরও সুনিশ্চিত হলো। আজ (শনিবার) বড়দরগা বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে এসে রায়হান আমাকে সমর্থন জানিয়েছে।’

উল্লেখ, বড়দরগা ইউপিতে আওয়ামী লীগের নেত্রী মাফিয়া আক্তার শিলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ