হোম > ছাপা সংস্করণ

শীতে কাবু ছিন্নমূল মানুষ

আনিছুর লাডলা, লালমনিরহাট

পৌষের শুরু থেকেই লালমনিরহাটে শীত অনুভূত হচ্ছে। এর সঙ্গে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে। এদিকে শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, গতকাল সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে লালমনিরহাটে। কয়েক দিন ধরে নামতে শুরু করেছে শীত। সাধারণ মানুষের শরীরেও উঠেছে শীতের পোশাক। এরই মধ্যে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন পথের ধারে থাকা ছিন্নমূল মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কাতর হয়ে পড়েছেন। আর শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে তাঁরা যাচ্ছেন ফুটপাতের দোকানে।

জেলা প্রশাসন শুরুতেই শীত মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ প্রস্তুত হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানোর। সরকারি এই দপ্তর জানায়, শীতার্তদের মাঝে এবার প্রথম ধাপে ২২ হাজার ১২০টি কম্বল বিতরণ করা হয়েছে। এরই মধ্যে শীতবস্ত্র ক্রয়ের জন্য ৩৯ লাখ টাকা ৫টি উপজেলায় ও দুটি পৌরসভায় ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স জানান, ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা গেছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ভোগা মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চপর্যবেক্ষক জাকির হোসেন বলেন, ‘কয়েক দিন থেকেই তাপমাত্রা নামছে। তবে লালমনিরহাট-কুড়িগ্রাম জেলায় আজ (বৃহস্পতিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মধ্য ডিসেম্বরজুড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। পৌষের শুরুতেই মূলত তাপমাত্রা নামছে।’

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে বলেও জানান উচ্চপর্যবেক্ষক জাকির হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ