বগুড়ার ধুনট উপজেলায় নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরের পর ধুনট সদরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া (১৮) ধুনট পৌর এলাকার সদরপাড়ার ইয়াকুব আলী ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন মিয়া রোববার দুপুরের পর নারকেল পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে অসাবধানতাবশত তাঁর হাত ফসকে গিয়ে নিচে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক আব্দুল জব্বার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুজন মিয়ার মৃত্যু হয়েছে।