হোম > ছাপা সংস্করণ

এক প্রার্থীর ৩০ নির্বাচনী অফিস, অপসারণের নির্দেশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমকে ২৪ ঘণ্টার মধ্যে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

গত রোববার রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চেয়ারম্যান প্রার্থী ওয়াসিমকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে জানান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ রয়েছে। আমরা সরেজমিনে এর সত্যতা পাই। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পার হরেও তিনি তিনটির অধিক নির্বাচনী অফিস ও তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মধ্যে খাবার ও টাকা বিতরণ করছেন।

স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মধ্যে খাবার ও টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেন ওয়াসিম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ